বসে আছি টার্মিনালে
   এম,এ,সালাম
    ২০-০৮-২০


অচিন দেশের যাত্রী সবাই
বসে আছি ওই টার্মিনালে,
প্রান বায়ু উড়ে যাবে যেদিন
ছুটবো আমি পর খেয়ালে।


অপেক্ষা করছি টার্মিনালে
যখন আযব গাড়ি আসবে,
টিকেট কেটে যাব যেদিন
সবাই আপন মনে কাঁদবে।


মাল সামানা নিব না সাথে
নিব না আমি ওই জমিদারি,
টার্মিনালে পড়েই থাকিবে
বাড়ি গাড়ি ওই বাহাদুরি।


টার্মিনালে দেখছি কত?
সুন্দর সুন্দরী নারী,
রূপের বাহার দেখতে তার
আমি পাগল ছিলাম তারই।


সেই পাগলকে ভুলতে হবে
শেষ দিবসের কালে,
নারীর পাগল দেখলে শুধু
প্রেম বিলিয়ে দিলে।


টিকেট  কেটে বসে আছি
শেষ ঠিকানায় যাব বলে,
বাবা,দাদায় যেখানে গেছে
আমি যাইবো সেথায় চলে।