বসন্তের শেষ লগনে
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৩-০৪-২০২২
🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷
বাসন্তী হাওয়ার গন্ধে পাগল
ভাঙলো সব দুঃখের আগল।
গন্ধরাজের ঘ্রাণ মিশে মিশে
বসন্ত বিদায় বেদনায় দিশে।


খুশীর বার্তায় তরমুজ চাষী
নব বর্ষ কড়া নাড়ায় আসি।
মেঘেরা উড়ছে ভেসে হেসে
কল্য নববর্ষ আসবে দেশে।


পলাশের মাথে নতুন পাতা
পথিকের মাথে ঊড়ছে ছাতা।
ওই দখিনের পাগলা হাওয়া
শস্যের গায়ে করছে দাওয়া।


প্রেমের রং মনের আকাশে
বৈশাখী পূর্ণিমার চাঁদ ভাসে।
বসন্তের দোলা নেই আকাশে
মিলন গীতি জাগে যে হরষে।


কাঁচা আমের ঘ্রাণে জাগে মন
হৃদয়ে বাজে সপ্ত সুরের তান।
বিজলী মেয়ে আঁচল নাড়ছে
চাষী শিলাবৃষ্টির কথা ভাবছে।


প্রেমিক প্রেমিকার ওই হৃদয়েতে
রং লাগল বৈশাখী পুর্ণিমাতে।
রাধাকৃষ্ণের প্রেমের লীলাখেলা
হৃদ মাঝে দিচ্ছে আজি দোলা।


আয়রে তোরা আয়রে আয় চলে
নববর্ষের রং মাখবি কাল গালে।
আজি এ বিদায় মধুর লগনে
মাতো গ্রীষ্ম রংয়ের গানে গানে।


আজি এ বসন্ত বিদায় লগনে
প্রেমের-সুধা-পাত্র ভরো সবে।
আজি এ লগন যাবেনা বৃথা চলে
ফুল হার পরাও মনকানুর গলে।