বসন্তের বৃষ্টি
   এম এ সালাম
        ২৫-০২-১৯


বসন্তের বৃষ্টি পড়ে-
    আম কাঠালের বাগে,
শুষ্ক প্রানে সতেজতায়
     নব বসন্ত জাগে।


গুড়ু গুড়ু মেঘ ডাকে-
    বিজলী চমকায় মাঝে
বিজলী মেয়ে আঁচল পেড়ে
    রঙ ধনুতে সাজে।


বৃষ্টি পড়ে,পাতা নড়ে-
    ঝড়ছে গাছের পাতা,
ছোট্ট খুকী হেটে যাচ্ছে
    মাথায় দিয়ে ছাতা।


হাসের ছাণা করছে খেলা-
    আঙিনার পানিতে,
ধুলোবালি ধুয়ে যাচ্ছে
    বসন্তের পানিতে।


রবি শস্যে প্রান-খুলে-
    ছাড়ছে যে নিঃশ্বাস,
একটু হলেও বেঁচে থাকবে
    আছে যে বিশ্বাস।


চেয়ে দেখি আকাশ পানে-
     সাদা মেঘে ভরা,
আবহাওয়াবিদ বলছে আজি
     দিবে দুই এক দিন খরা।


মনটা আজি ভাল নেই-
    বসন্তের বৃষ্টিতে,
গাছপালা সব উল্লাসিত
    ঝড়োঝড় বৃষ্টিতে।