বসন্তের বর্নীল সাজে
     এম এ সালাম
===============
এসো হে নব রাজরানী-
   এসো কৃষ্ণচুড়ার মালা গাঁথিয়া,
পড়িয়ে দাও মাথে তাজ রূপে
    ঝড়ে যাক পূরাণো সব সাথীরা।


এসো হে ফাগুন নব উদ্যমে-
     শিমুল পলাশের রঙে রাঙিয়ে,
থেমে যাক শুকনো পাতা ঝড়া
     যত কল্পলোকে স্বপন রচিয়ে।


এসো হে বন্ধু ফাগুনের রঙে-
     রাঙিয়ে যাও মনের বাগান,
বিছিয়ে দেও পুষ্পের বিছানা
     মহা উদ্যমে শীতকে তাড়াই।


এসো হে ফাগুন,ঝলুক আগুন-
    খুশীর মনের পাথুরে বাগে,
যেখানে কোকিল সুর দিয়ে যাক
     উষার প্রভাত রাঙাবার আগে।


হে ফাফুন আজ তোরি ছোঁয়ায়-
    ভরে যাক কৃষ্ণচুড়ার শাখে,
লালে লাল হয়ে ছুঁইয়ে যাক মন
    শিমুল পলাশের উষ্ণ আশে।


দেখা হয়ে যাক প্রিয়জনের সাথে
     মরা নদীর ঢেউ খেলানো তীরে,
নব ফাগুনের বরণ করে নিব
   তোমায় হাজারো ব্যস্ততার ভীরে।


আজ মনের মাঝে অঝড়ে ঝড়ুক-
    উষ্ণতার পুষ্পদোলানো বৃষ্টি,
আম্র কাননে মুকুলে ভরে যাক
    দিয়ে যাক বিধাতার নানা কৃষ্টি।