বউয়ের ধোঁকায় (১৯৮৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১২-২০২২
=================
অতি চালাক হাবুল মিয়া
বউকে দিলো ধোঁকা,
আজকে রাতে রুটির বৃষ্টি
বউকে বানালো বোকা।


ঘরে থাকেনা সদয় বাজার
করেন হাবুল তদারকি,
বউকে এসে ঝাটি মারেন
কেন হল এমন গতি?


হাবুল ভাবে আমার বউ যে
হয়রে অতি চালাক,
সারা বাড়ি ঘুরে ফেরে চলে
জান হলোরে হালাক।


চালাকি ধরতে ফন্দি করে
হাবুল ফাঁসায় জালে,
বুদ্ধিমান বউ এড়িয়ে চলে
পারেনা কোন কালে।


নারীর যে অনেক  ক্ষমতা
হাবলুর ছিলনা জানা,
মামলা দিয়ে কাবু করছে
শুনছে না তার মানা।


হতাশ হয়ে আদরের বউ
স্বামীর মনে দেয় হানা,
যৌতুক দাবীর মামলা করে
পাঠিয়ে দিলো থানা।