ছোট বেলায় বউ বউ খেলাইতাম-
    পাশের বাড়ীর পোলাপান লইয়া,
মা বাবা মোদের খেলা দেখিয়া,
    থাকিত শুধু মোদের দিকে চাওয়া।
খুব সকালে সূর্যিমামা-
     যখন পুর্বদিকে উদয় হইত,
পাড়ার কিছু দুষ্ট ছেলেরা,
     খেলার তরে উপস্থিত হইয়া যাইত।
ঘর বানাইতাম কলা পাতা দিয়া-
     বেড়া দিতাম গোলের,
মাঝে মাঝে বাঁশের খুঁটি দিতাম,
    দড়জা দিতাম সুপারি খোলের।
গিরাস্ত সাজাইতাম দুই গ্রামের-
     ঘর বানাইতাম দুইটা,
এক বাড়ীর ছেলে অন্য বাড়ীর মেয়ে,
     বিয়া পড়াইতাম হাচামিছা।
পুতুল দিয়া বউ বানাইয়া-
     বিয়া দিতাম পুতুলের সাথে,
ভাত রাধিতাম নারিকেলের আইচায়,
    শালুন রাধিতাম নারিকেলের কড়াইতে।
বিকাল বেলা ঘুরতে যেতাম-
     এ বাড়ীর লোক ওই বাড়ীর ঘরে,
পেয়ারা পাতা দিয়া পান বানাইয়া,
     খাওয়াইতাম মনোমনো করে।
গল্প করিতাম ঘরের মধ্যে-
    ক'জনে একত্র হইয়া,
বাহিরের লোক ঘর দেখিয়া,
    থাকিত এক নজরে চাইয়া।
এ রকম দিন মোদের জীবনে-
    আর আসবে না কখনো,
এই স্মৃতি আজও ভুলুনাই,
     জীবনে ভুলিব না কখনো।