বউ পালানো কুয়াশা
    এম এ সালাম
      ৩১-০১-২০


একদিন মাঘের সকালে-
   কুয়াশায় আচ্ছাদিত ধরণীটা,
চাঁদরে মোড়ানো শীত আর শীত
    শিশির ঝড়ছে বৃষ্টির মত।


মেঘ আর কুয়াশায় একাকার-
    সূর্যটা বধুর মত ঘোমটাপড়া,
শুধু,লুকোচুরির চলে উকি দেয়
    বৃদ্ধরা শীত তাড়ায় খড়েরাগুনে।


কর্মব্যস্ত মানুষ কুয়াশা চিড়ে-
    থেমে থেমে পথ চলছে,
কি যেন বুকের মধ্য প্রতিবাদ
     আপন মনে ছুটছে তবুও।


তুমি যে অবলা সুন্দরী নারী -
    সে কথা ভুলে গেলে চলে না
যেতে নেই বিপদজনক পথে
    বখাটের দল থেমে নেই।
    
ছোট বেলায় দেখেছি কত বউ-
    ভরা কুয়াশায় পালিয়েছে,
আজ সেই ঘটনার পুনরাবৃতি
     পালিয়েছে এক বধু পিত্রালয়ে।


আসলেই ভরা মেঘের কুয়াশায়-
     দিগন্তের মাঠে পথ ভোলা,
বধু পালানোর সুবর্ণ-সুযোগ নিয়ে
    ইতিহাস রচনা করে হয়তোবা।