বৈশাখের আগুন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৯-০৪-২০২২
☔☔☔☔☔☔☔☔☔☔
নামেতে গ্রীষ্ম কাল
         আকাশ ভরা মেঘ,
সর্ব অঙ্গে জ্বলে যাচ্ছে
       বৃষ্টির  ভাবাবেগ।
            
ফ্যানের গরম হাওয়া
              শরীরেতে লাগে না,
বাইরেতে খা খা রোদ
            শীতলতা জাগে না।


শরীর ঘামেতে চুপ চুপ
            ত্বকেতে জমছে নুন,
কোথাও আরাম নাই
          সব খানে শুধু আগুন।


বৈশাখে যদি এই হয়
           গরম হাওয়ার যাতনা,
জ্যৈষ্ঠে চরম খরায়
           ভোগাবে হায়! কত না।


গায়ে জড়ালে পোশাক
            গরম লু-বাতাসে,
ঘামে আটকে জামা
            মরছি হা-হুতাশে ।


আরাম পেতাম কেবল
            যদি হতো বারি ধার,
আকাশেতে কালো মেঘ
           চেয়ে দেখি চারি ধার ।


এসো বৃষ্টি,ধরার মাঝে
      আগুন নিভাও শরীরের,
অসহ্য  গরম  হাওয়ায়
     যন্ত্রনায় আজ মরি রে।