বয়সের ভারে কুঁজো( ১৮৪৭)
এম,এ,সালাম (সুর ছন্দের কবি)
২৪-০৭-২০২২
__________________________
লাঠি নিয়ে চলেন বুড়ো
বয়সের কারণে গুঁজো,
সবাই বলে ওগো বুড়ো
বন্ধুর  পথে কি খুঁজো।


হাসি দিয়ে বলেন বুড়ো
হারিয়ে গেছে যে বয়স,
পরাণ আমার যায় যায়
কষ্টে ছাড়ি যে নিঃশ্বাস।


কুঁজো হলেও চলি পথে
বয়স একশত এর মত,
নাদুস নুদুস ছিলাম কত
তখন স্মার্ট ছিলাম কত।


এই জীবনে সেই বয়স কি?
আবার কি ফিরে পাবো,
নাদুস গাল কুঁচকে গেছে
এইতো মরণ চিঠি পাবো।


আস্তে আস্তে জীবন তরী
বেলা শেষে মিশছে কুলে,
ভালোর চিহ্ন পাপেই পূর্ণ
হায় কাটলো জীবন ভুলে!


যৌবন কালে এই দেহেতে
শক্তি সামার্থ ছিল প্রবল,
চিন্তা করি নি শেষ বয়সে
দাড়িচুল পেকে হবে ধবল।


ভালো মন্দের ধার ধরে নি
নগদ যা পেয়েছি সব বেশ,
খাম খেয়ালি কত্ত করলাম
মাথায় চেপেছে দুঃখ ক্লেশ।


আর  কতদিন বাঁঁচবো ধরায়
হাত পায়ের শক্তি গেছে ঝরে,
পাড়ের  কড়ি হয়নি যোগাড়
ইশারায় নিত্য ডাকে গোরে।


উঠতে বসতে আল্লাহ নাম
বিপদে পরলে ডাকি বাপ,
সারা জীবনের গুনার খাতা
আল্লাহ করবেন কি মাফ।


যুবক যারা তোমরা শোনো
সঠিক সময়ের দিও মূল্য,
যৌবন যেন পরিস্ফূটিত ফুল
হইবে কি কাহারো সমতুল্য?