বৃষ্টি বলে যে, চৈত্রেও যাবনা-
     মায়া হয়েছে তোদের জন্য,
গ্রীষ্মেও বিদায় না জানালে
    তবে, হব অনেক অনেক ধন্য।


মন চায় আমার ঈশানের হাওয়া-
     পুনরো বিলিয়ে দিয়ে যাই,
আঁতিপাত্য স্মরণ করে মোরে
      মনের অপূর্ণ বাসনা বলে যাই।


চৈত্রের রোদের তাপ নাই যে-
        আগের ভরা দুপুরের মত
হৃদয় চিড়ে চৌচির হয়েছে,
        পাগলা বৃষ্টি হাওয়ায় যত।


ছেলে বলে শুধায়ে মায়ের কাছে-
   এখন যে দারুণ বসন্ত কাল,
মেঘ হতে বৃষ্টির পানি পড়ে
   পুকুরে, ডোবায় নেই যে জল।


ক্লাসে শিক্ষার্থীরা বলে স্যার-
    বসন্তে আসছে দারুণ বৃষ্টি,
নব বসন্তের মৃদু হাওয়ার,
     কত চমক দেখায় ওই সৃষ্টি।


শিশুরা বলে আম্মুর কাছে-
    ধরায় বর্ষা আসছে নাকি ভুলে,
প্লাস্টিকের স্যান্ডেল পড়তে হবে
     দামী চামরার জুতা খুলে।


বসন্তের ঠান্ডা হাওয়া  লেগে-
   বৃষ্টিতে সর্দি কাশি গেছে বেড়ে,
বৃষ্টি বুঝি আজ যেতে চায়না,
      দিনের শুস্ক আবহাওয়া ছেড়ে।


সকাল বিকাল গরম চা'য়ে-
       টোসে চুমুক দিতে মনে চায়, বৃষ্টি বলে ও ভাই বসন্ত,
        যদি পার ক'দিন পড়ে আয়।


ঋতু নাকি পরিবর্তন হয়েছে-
       এখন নেই যে ষড় ঋতু,
বৃষ্টি বলে সেই কারণেই,
    অসময়ে বসন্তকালে আমি ভীতু।