বৃষ্টি দে হাঁফছেড়ে বাঁচি
     এম,এ,সালাম
     ২৫-০৪-২১
~~~~~~~~~~~~~~~      
গ্রীষ্মের প্রচন্ড রোদ্দুরে ঠনঠনে মাটি,
মাথা ঘোরে বনবন রোদে যদি হাঁটি।
বায়ুবেগ শনশন সাথে রোদের তাপ
চোখে জ্বলে জোনাকি উত্তাপে ভাপ।
ঘুম আসে না গরমেতে খাঁটে রই বসে
ছোট ছোট ঘামাচি সারা গায়ে খসে।
বিদ্যূৎ থাকে না ঘরে রাতে সময় মতন
কি ভাবে করিব স্বাস্থ্যের গরমে যতন।
কোন ভাবেই নেই সুখ গরমের চোটে,
গা,য়েতে  ঘামের জল টগবগে  ফোটে।
সূর্যের মমতা নেই যেন দুনিয়ার রাগ,
বলে,খুব বাঁচা হলো - এইবার ভাগ!
কাঠফাটা রোদে পুড়েছে আকাশ তল
বৃষ্টির লক্ষন নেই,নেই একফোঁট জল।
পেঁজাপেঁজা অম্বুদ ভেলা অভ্রে ভাসে
ছুটে চলে উত্তর দক্ষিনে মিটিমিটি হেসে।
স্নানে পুকুরে গেলে অনুভুতি জাগে মনে
কয়েক মগ পানি ঢালি সারাদিন ক্ষনে।
দরদর ঘামে সারা শরীর ভিজে গেলে
ইচ্ছেতে কেঁদে বাঁচি ছেড়ে দে  মা বলে।
গরমের চোটে অতিষ্ঠ  হাঁসফাঁস প্রাণ
ওরে কালোবৈশাখ একটু বৃষ্টিটা আন।