বুদ্ধির কারখানা
এম,এ,সালাম
   ০৫-০২-২১
----------------------------------------
শুনুন টাকা পয়সা বহুৎ আছে , জ্ঞান বুদ্ধি নাই
লাউ কুমারের মাচা নিয়া ঝগড়া ফ্যাসাদ তাই।
মাথা ফাটিয়ে যখম হইয়া মাইক্রোবাসে করে
চিকিৎসায় হাসপাতালে যায় কেস মামলা করে।
তাদের সাথে দেখা হলে লম্বা সালাম দিতাম
মাথে ডুকিয়ে তাদের থেকে কিছু বুদ্ধি নিতাম।
কেমন মারামারি করলে ছাব্বিশ হয় নি কেউ
মরলেও আপনজন ছিল না কাঁদার মত কেউ।
বরগুনা একটা জেলার নাম,নয় তো বড় গুনা
মারামারি করে আমরা জরিমানা দেই দু না।
আমাদের কথা  শুনলে সবাই খুবই  ভয় পায়
মারামারি  করতে যাইয়া মাথায় পিটান দেয়।
ঘটে অনেক বুদ্ধি আছে, বাজারে বিক্রি করে
টাকা দিয়ে অনেক মুর্খ কিনে নিয়েই ছাড়ে।
আমরা ছাড়াও বহুত রতন আছেন বঙ্গদেশে
রাতের বেলা বুদ্ধি বানায় প্রয়োগ করে শেষে।
সিন্নি মসজিদে মানতি করে রোগ,শোক,তাপ
পাগলি ঠিকই মা হয়ে যায় ,কেউ হয় না বাপ ।
এই প্রকৃতির মানুষের বাস সব জেলাই আছে
কেহ করে দিনের আলোতে কেহ করে পাছে।
কেহর জমিজমা না থাকলেও বুদ্ধি বিক্রি করে
বিশ্বাস করে যারে বুদ্ধি দেয় সে ঘরবাড়ি ছাড়ে।