আমার মননে যা ঘটেছিলে-
    সব হয়েছে খেয়ালীপনায়,
ভুলের মাশুল দিয়েই চলছি,
    আর কত দিব বল আমায়।
রঙ তামাশায় কাটাইলাম দিন-
   দিন চলে যায় জীবন হতে,
ফিরে কি পাব এ জীবনে,
   হাজারো উদ্দ্যেগ নিলে।
তরী ছেড়েছি উদ্দ্যেশ হীনে-
  চলছে পাল তুলে,
কোন বন্দরে ভীরবে তরী,
    কেউ না যেন জানে।
অজানাকে জানা ভাবিয়া-
   সামনে গতি পথে পাড়া,
জীবন ফুরায়ে যাবে,
   হয়ে যাবে যে সারা।
হাত বাড়াইলাম মৌচাক ভাবিয়া-
    ভীমরুলের বাসায়,
কুঁড়ে কুঁড়ে খাবে জীবন,
   ভুলের মস্তবড় নেশায়।
পা বাড়াইলাম অজানা পথে-
   রথ চেনা নেই আমার,
না বুঝিয়া ভুলে চড়িয়া,
   কিনারা পাব কি তাহার।
ভালবাসা কি না জানিয়া-
   শুধুই ভালবেসে গেলাম,
সবই যে আমার হারিয়ে যাবে,
    না জেনে ফসল বুনার।
মনির আশায় হাত দিয়েছি-
    বিষাক্ত সাপের মাথে,
ফোস করিয়া ছোবল মারিলে,
    জীবন যাবে ফতে।
পা-নেই লাথি মেরেছি-
    টাকা নেই জমি কিনিছি,
মন নেই ভালবেসেছি,
  চাল নেই বস্তা কিনিছি-
এ কেমন ভুলের নেশা,
  এমন নেশায় ডুব দিলে যে,
জীবন ষোল আনাই মিছা।