বুড়িগঙ্গার বিষবাষ্প
     এম এ সালাম
      ১৮-০২-২০


কামরাঙ্গির চর গিয়ছিলাম-
  এক ভাতিজার বাসায়,
ব্যস্ততার মাঝেও গিয়েছি
  বুড়িগঙ্গা দেখার আশায়।


দেখছি ঢাকা বুড়িগঙ্গার তীর-
    দেখিনি কোন বুড়ি,
দেখিলাম অনেক কচুরিপানা
    কত সাদাবক যাচ্ছে উড়ি?


নদীতে নামলাম নৌকায় করে-
    দেখছি নদীর দৃশ্য ঘুরি,
নাক মুখ যদি ঢাকা না থাকত
    যেতাম পানির গঁন্ধে মরি।


পানির রঙ থাকে এমন কালো-
    এই দেখলাম জীবনে,
নদীর পানির বিদঘুটে ঘ্রানে
     সময় লাগবেনা মরনে।


ঢাকা শহরের ময়লা পানি নেমে-
   বুড়িগঙ্গাকে  করেছে কালো,
পানি দেখলে শ্বাসঃপ্রশ্বাস নিতে
    কেহরই মন থাকিবে না ভাল।


দেখছি বাবুবাজার ব্রীজের পাশে-
   ধোপারা ধুইছে বেডসিট,
আশ্চার্য্য লাগল দূর্গন্ধ পানিতে
    ধুইছে হাসপাতালের রোগীরসিট।


তীরবর্তী এলাকা ভাল লাগল-
    যদিও রাস্তার পরিবেশ নোংড়া,
নাক মুখ না বেধে পথ চলিলে
    সতত সবাই করিবে গোংরা।