চাল মোষনের গল্প
    এম,এ,সালাম
    ২৪-০৪-২০


চাল স্তৈন্যের তালিকা হচ্ছে
    খুশী হলাম শুনে,
গতকাল প্রকাশ করেছে
   দশজন চৌর গুনে।


সেরা জোচ্চরের বাড়ি নাকি
    বরগুনার পাথর ঘাটায়,
দেশবাসীরা শুনে ওদের
     ঝাড়ু দিয়ে ঝাঁটায়।


যে গরীবের,চাল চুরি করে
    কেমন তাহার নীতি,
পাইক পেয়াদা মাঝে মাঝে
    দুঃস্তদের দেখায় ভীতি।


ওরা ভোটের সময় বলেছিল
    খেদমত করার সুযোগ দিন,
আজ দেখি যে তাহার উলটো
    চাল চোরের সুযোগদিন।


লজ্জা যদি ওদের থাকতো-
  করতো না ত্রানের চাল চুরি,
গরীবের পেটে লাথি মেরে
  করতো না বিলাস বাড়িগাড়ি।


মুখোশ ওদের খুলতে আছে
     হায়!জনগনের সামনে,
কেমন করে ওই কালো মুখ
   দেখাবে আবার কেমনে।


সবার ছোট চোরটা যিনি-
   চুরি করছে পঞ্চান্ন বস্তা,
বেশি চুরির ইচ্ছা ছিল কিন্তু
    চালের মূল্য  নাকি  সস্তা।


মুষার কথা শুনে ৩লজ্জা লাগে
    প্রসাশন হইছে করা,
প্রধানমন্ত্রী ওদের বিরুদ্ধে
   ব্যবস্তা নিচ্ছেন ত্বরা।