চললাম না ফেরার দেশে
         এম,এ,সালাম
          ০৫-০৪-১৮


আমি যখন ক্ষোনীতে থাকব না-
        এই রঙ মহল পড়ে থাকবে,  
কেহ কেহ চেয়ে দেখবে
    আর হর্ষে বলবে এ সব কেন?


আহ্লাদের দিন ফুরিয়ে গেছে-
      কয় দিনের এই রঙ মঞ্চে,
মজেছিলাম দুনিয়ার প্রেমে
       আমি যে ছিলাম কত ভ্রমে।


আমি যখন থাকব না-
           কত যে কানা গুসা করবে,    
কত মানুষ অট্টহাসিতে হাসবে
         আপন জন শুধুই কাঁদবে।


অবুঝরা অট্টহাসিতে হাসবে-    
       সহধর্মীনি নিরবে কাঁদবে,
  ছেলে মেয়েদের ভাবিয়ে তুলবে
        বলবে হারিয়েছি  সব কিছু।


আমি যখন থাকব না মর্তধামে-
      আমার সবই পড়ে থাকবে,
খাঁট পালংক শূন্যে হয়ে
        বিছানা অগোছালো হয়ে ।


কেহ কেহ কাঁদবে এস দেখে-
        কেহ ভাটোয়ারায় ব্যস্ত,
রক্ত ও সম্পদ বন্টন নিয়ে
    তামাশার খেলায় মত্ত থাকবে।


আমি যখন থাকব না অচলায়-
      দুধের মাছিও আসবে না,
তীর্থের কাক হয়ে আসিলেও
      শুধু নীরবে আপসুস করবে।


  কেহ বাবা বলে ডাকবে না-
         কেহ বলবে না স্বামী কই,
  নতুন জামা কাপড় কিনবে কে?
        কেহ বলবে না আয় কোলে।


  আমি যখন থাকব না-
        এত সবের কি প্রয়োজন ছিল,  
সবই করিয়াছি দুনিয়ার মায়ার পড়ে
    আমি যে চলে গেলাম সব ছেড়ে।


যাব আমি না ফেরার দেশে,
        থাকব যেখানে জনম ও ধরে,
  শান্তিতে থাকি যেন পরপাড়ে
       কোটি কোটি বছরের দেশে।