চড়ুই পাখী  চড়ুই পাখী-
   বাসা বাঁধ ঘরের ফাকে,
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে উড়ে
    মুখে কাকে ডাকে।


খড়কুটা দিয়ে বাসা বেঁধে-
    ঘুলঘুলি রাখ ভরিয়া,
মালিক তোমায় ফাদ পেতে
    খাইবে কখন যে ধরিয়া।


গাছের ডালে লাফিয়ে লাফিয়ে-
     মুখে কি যে বল তুমি?
  টুন টুনি বলে তোমার মত
     সাদাসিধে নই আমি।


চড়ুইপাখী খড় দিয়ে যখন-
   টিনের কোনায় বাসাবাধে
ইদুঁর আসিয়া ওই বাসাতে
    নতুন অতিথী সাজে।


কার বাসাতে কে আসিয়া-
    অনধিকারে ডুকে,
কষ্ট আর দুঃখে নিয়ে চড়ুই
     নিজের মাথা ঠুকে।