চাওয়া পাওয়ার আশা(১৮৫২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৭-২০২২
____________________
অনেক কিছু চাওয়ার ছিল
জীবন চলার মাঝে,
হৃদয়ের কথা চেপে রাখার
কষ্ট কয়জন বোঝে।


চাহিদা ছাড়া যা পাওয়া যায়
তার দাম অনেক বেশী,
আনন্দ ও সন্তষ্টির দাঁটি পাল্লায়
অল্প পাওয়ায় অনেক সুখী।


সব আশাই যে হইবে পূরণ
তা ভাগ্যে থাকা লাগে,
খালি হাতে কেউ ফিরে যায়
কেহর পাওনাটাই আগে।


যুগের ফাঁদে আটকা সবাই
রঙিন বিশ্ব সংসারে,
পাওয়া না পাওয়ার টাস্কিটা
সব মানুষের চৌধারে।


চুনের টালি নয় ভাঙা যায় না
আমরা সবাই নিরুপায়,
পায়ে পায়ে জড়ানো শিঁকল
সব মানুষই অসহায়।


তালের ভ্যালে সবাই শিকলপরা
ছেঁড়ার চেষ্টায় মহাব্যস্ত,
চাওয়া পাওয়ার লোভ লালসা
মন রাখা চাই আস্ত।