ভব নদীতে তরী ছাড়িলাম-
     কাব্য কথা লিখে,
কবিতার কথা হয় নি যথা
     লিখিব আস্তে আস্তে শিখে।


মনের কোনের রঙ গুলি -
     আমি দর্শাইতে না পারি,
মোটের উপর কিছু কথা
     নেই ভাষা,ছন্দের ঝুড়ি।


তরী ভাসাইলাম সেই যে কবে-
      এখনো মাঝ দরিয়ায় ভাসে,
কাব্যের সুর,ছন্দ আর তাল পড়িয়া
      কেউ যে আবার হাসে।


ছেঁড়া পালে বাতাস লাগে কি?
      লাগে একটু হলেও কম,
কাব্য লিখতে যখন বসি
       পাশে বসে আমার যম।


ছেঁড়া পালে হাওয়া লেগেই-
       তরী করছে কোথাও ধাওয়া,
সবার ভাল লাগার মাঝে
       আমার চরম,পরম পাওয়া।