ছেঁড়া পালের বাতাস
    এম,এ,সালাম
      ১৮-০৩-২১
-----------------------
মমতায় ঘেরা কিছু সময়
থাকবো ভবের হাটে,
জগত মায়া ছেড়ে একদিন
ভীড়বে এ তরী ঘাটে।


জীবন যৌবনের যবনিকা
তরীর ছেঁড়া পালে,
তরীর তৈল ফুড়িয়ে যাবে
ঢেউয়ের তালে তালে।


খোলা হাওয়া লাগবে না যে
একলা রবে তরী,
লগি বৈঠার ক্ষমতা শেষে
থেমে যাবে ঘড়ি।


সময় মত পড়বে খসে
জমিন করে পাটি,
সুন্দরী চেহারা নষ্ট হবে
হয়ে যাবে সব মাটি।


নষ্ট পালের গৌরব ছেড়ে
সহজ পথ'টি ধরো,
কেহ কাহারো বন্ধু হবে না
ধর্মের খোঁজ  করো।