ছেঁড়া পাতায় জোড়া
    এম,এ,সালাম
    ০১-১২-২০২১
=================
ছেঁড়া কাগজের মত নষ্ট হইলাম
ফালাইয়া  রাখছে পাশে,
আশার ভরসা ভেঙ্গে খান খান
স্থান  নোংরা জায়গার আছে।


খোঁজ খবরের ভালাই নেই যে
আপনজন কাছে টানে,
হৃদয় দিয়ে ভালো বেসে যায়
সতীনের সন্তান এনে ।


স্যারের কথায় মাথা নাড়িলে
সে যে খুব মহাজ্ঞানী,
অংকে যারা ফেল করেছে
পরামর্শ কেমনে মানি।


বিচ্ছিন্ন পাতা দূরেই পরছে
খোঁজ খবর রাখে না,
দারুচিনি পাতার ঝাঝ বেশী
একটু কাছেই রাখে না।


মনের আয়নায় ধরে নিয়েছে
  এ রক্তে হিমোগ্লোবিন নেই,
ছেঁড়া পাতা আর কি কখনো
মিলে একাকার হবে ভাই।