আজ শহিদ জননীর পুত্র শোকের কান্না শুনে-
কেহ কষ্টে বীর বীরাঙ্গনা চোখের জলের ফোটা গুনে।                                      


কেউবা যুদ্ধ শিশুর জীবন ধারার চিত্র আঁকে-              
কেউবা যুদ্ধে বিধস্ত মুক্তিযোদ্ধার কবিতা লেখে।
আজও দেখি বরগুনার চরকলোনিতে লাশের বহর-
লাশের ভেলায় শকুন চড়ে খাচ্ছে খাবার।    আজও দেখি লক্ষ জনতার মিছিলে, গুলি আর গুলি-
আজও দেখি রাজপথে বীর সেনাদের মাথার খুলি।
শহিদ মুক্তি যোদ্ধার বদ্ধ ভূমীর মানচিত্র এঁকে-
মন-প্রান কেঁদে উঠে তাদের হত্যা যজ্ঞের ছবি দেখে।
আজও কেন মনের কোণে গুমরে উঠে নারীর
সভ্রম হারাণোর কথা-
বিশ্রী লাগে পাকহানাদার সুন্দরী নারীদের উপর মারছে থাবা।
পশ্চিমা দালালদের অবয়ব মুখোশপরা চিত্র দেখে-
আজও স্বাধীনচেতা বাঙালীর মনের মাঝে ঘৃনায়ভরা চিত্র আঁকে।