বুকের চিন-চিন ব্যথাটা -
    ক্রমেই বেড়ে চলছে,
ডাক্তার কবিরাজের ব্যবস্থা
    আসছে না কোন কাছে।


মরে যাবার উপক্রম হয়েছে-
    যদি কোন মায়াবী মনা,
থেকে থাকো ব্যথা বুঝিবারে
    ব্যথাটা দেখিতে একটু আসনা।


পরীক্ষায় ধরা পড়ছে না এ ব্যথা-
    বুকের মধ্য লক্ষন নেই,
নিরার্থক সব পরীক্ষাগুলো
    ব্যথা বেড়েই চলছে।


এক মনোপেশিজ ডাক্তার বলছে-
     এটা শুধু মনের অসুস্থ্যতা,
হয়তঃ কাউকে না পাওয়ার ব্যথা
     হারানোর যন্ত্রনায় ভুগছে এ মন।


যদি কোন সুহৃৎ থেকে থাকো-
    একটু এগিয়ে আসনা এদিকে,
মৃত্যুর যন্ত্রনা থেকে নিস্তর কর
  প্রেমের পরশপাথর বিলিয়ে দাও।