চিন্তা রোগ
এম,এ,সালাম
২৭-১০-২০


রাত্রী হলেই চিন্তা বাড়ে
      ঘুম আসে না ঘরে,
এই রোগের ঔষধ  দিতে
     কোন ডাক্তার পারে।


ঘুমের ব্যাঘাত  হলে পড়ে
    হৃদ কম্পন বাড়ে,
এই রোগেই যারে ধরছে
     তারে নাহি ছাড়ে।


এপাশ ওপাশ করে কাটাই
    মনের কোণে রোগ,
নিদ্রা না আসিলে ভাইরে
    দেহে ছড়ায় রোগ।


ঘুম রোগের জন্য যদি
     কোণ পন্থা  থাকে জানা?
লিখে জানান মন্তব্যতে
     তাকে জানাবো শুকরানা।


চিন্তাতেই চুল পেকেছে
  দেখে ক্রিমিনালের কর্ম,
ওদের কোন মানবতা নেই?
    নেই কোন দীন ধর্ম।