চিন্তন বিক্ষোভ
     এম এ সালাম
         ০১-০৩-২০


যুলুম যদি মেনে নেও,তবে তুমি বেশ-
যদি তুমি প্রতিবাদ কর, তবে তুমি শেষ,
যদি তুমি সরে যাও,তবে অনাচার
যদি প্রতিবাদ কর, ক্ষমা নেই যে আর।


নিস্তেজ হও যদি তুমি তিলে তিলে-
যাহা কিছু আছে ধন সব খাবে গিলে,
আইন,শাসন, শিক্ষা নয় মন মত
ভুলে যাও সেদিন, যাহা হয়ে গেছে গত।


চালকের নামে আজ চলছে শোষন-
জন সেবার নামে আজ চলছে ভোজন,
সুন্দরী নারী চলে ভয়েতে রাস্তায়
ধর্ষন, হত্যা,ঘুম, ঘুষ সচারাচার হয়।


কেহর স্বাধীনতা যদি কেহ নেয় কেড়ে-
প্রতিবাদ ক্ষোভের সংখ্যা দিন দিন বাড়ে,
অনিয়মে ভরে গেছে,তবুও নীতি কথা বলে
বানোয়াট, মিথ্যা অজুহাতে কাচা কলা ছলে।


অনিয়ম ঠেকাতে তুমি প্রতিবাদী হলে-
কৌশলে একদিন যাবে তুমি জেলে,
রক্তের বদৌলতে পাওয়া স্বাধীনতা
বাক স্বাধীনতা না থাকায় বুকভরা ব্যাথা।


প্রতিবাদের ঝড় তুলো সাহস নিয়ে বুকে-
বাক যদি নিথর থাকে,মরবে তুমি ধুকে,
তুমি যদি ভয় কর ওদের সাহসী ভেবে
নিজ দেশ ছেড়ে তুমি যাও বিদেশ।