ছোবল
এম, এ, সালাম
০৩-০২-২০


বন্ধু সেজে ছোবল মারবে-
    বিষক্ত  ভুজঙ্গ হয়ে,
আপন হয়ে ভিতরে ডুকে
    খাইবে ক্ষয়ে ক্ষয়ে।


বন্ধু ভেবে মনের কথা-
    বলে দেও সব তারে,
সব কিছু যে গ্রাস করে
    প্রকাশ্যে দিবে ছেড়ে।


এমন বন্ধু কাছে,চর্তুপাশে-
    করে ঘোরা ফেরা,
নগদ কিছু দিয়ে মোদের
    কিনে নিবে সব ওরা।


বিশ্বাসের বুলি বোল দিয়ে-
    নিজের হয়ে ডুকে,
স্বার্থে যদি আঘাত হানে
    মাথার উপর ঠুকে।


সবাকে আজ বলে যেতে চাই-
      আগে চিনুন বন্ধু,
তার পড়ে না হয় চাবি দিবেন
    আপনার ঘরের সিন্দু।


এমন সুযোগ পায় না যেন-
    কোথাও কোনদিন,
বিশ্বাসের ঘরে চুরি করবে
    ওই বিষাক্ত নাগিণ।