ঘটে অনেক কথা ঘটনার ঘোরে-
     চল ফিরি একটু কৈশরে,
মৃত্যু নামক সেই মহাব্যধি ঘুরে
    হায়! কখন যেন খপ করে ধরে।


মন চায় সেই আগের ছন্দসুরে -
    প্রেমের গান গাই মজা করে,
মিষ্টি মধুর সুরে সেই দিনগুলোতে
     আবার পলকে যাই ফিরে ।


গল্প কথার ফুল ঝুড়িতে অপরাহ্ন-
    কাটাতাম কত অবহেলায়,
এখন সেই আনন্দময় সময়গুলো
    বল,কি করে আবার ফিরে পাই।


সময়ের মারপ্যাচে পড়েছি এখন-
    ঘোরতম ব্যস্ততার মালা গেঁথে,
সেই মালা কর্তনে আর কখন ও
    যাওয়া যাবে সেই দিন গুলোতে।


সুন্দরী সহপাঠি নিয়ে কত গল্প-
    করেছি প্রতিবিকাল বেলা,
গল্পের ছলে ঘুরেছি খোলামাঠে
    সেই দিন আর কি ফিরে পাব।


জীবনের এই জটিলতা এড়িয়ে-
    মন চায় ফিরে যাই কৈশরে,
মৃত নামক ছুটির শেষ ঘন্টা
    ডাকে আমায় আয়রে গোরে।