পারিপার্শ্বিক সব কিছুতে -
     ইচ্ছেটা রয় বাকি,
চোখের সামনে সব কিছুতে
    জীবনটা যে ফাকি।
  
নিত্যদিন চোখের সামনে-
   হায়!যাহা কিছু ঘটে,
দেখে শুধু আপসুস করি
   এখন নেই সময় মোটে।


মন যে আমার পুরো সবল-
     হায়! দেহ সবল নয়,
পূরাণ দিনের ওই আলোতে
    আর কি যাওয়া যায়?


ইচ্ছেরা সব ঘুরঘুর করে-
   মনের দুয়ার মেলে,
চল ফিরে যাই সেই দিনে
    ঝিমিয়ে পরা দিন ফেলে।


শিকল দিয়ে বেঁধে রেখেছে-
   তালা দিয়ে দেহটাকে,
মনটা কিন্তু বাঁধতে পারে নি
   যেতে চায় ফিরে ফাকে।


মন ঘুরির মত উড়তে চায়-
    শূন্যে নীলের ভেলায়,
মনকে নিয়ে ওই বিধি রে
  কি খেলান যে খেলায়।