চোরের মানবতা(ব্যঙ্গ)
     এম এ সালাম
           ২০-১১-১৯


এ যুগের চোরের দয়া আছে-
      মায়ায় ভরা মন,
চুরি করতে এসে চোরার
      মানবতায় ছুঁয়েছে মন।


মুরগীর খোপের সকল মুরগী -
      চুরি করতে এসে,
মায়ায় পড়ে কয়টা মুগরী
      রেখে গেছে শেষে।


চাঁদের রাতে এক বাড়িতে-
     চোরায় এসে দেখে,
চুরি করার কোন পন্থ নেই
     ভালমনে ফিরে গেছে।


একদিন চোরার বউ বলে -
     মুরগীর বাচ্চা আছে ঘরে,
ভাল একটা লাউ পেলে
      রাঁধিয়া খাইতাম তারে।


চোরা সন্ধার পড়ে চুপি করে-
     পাশের গাঁয়ে যায়,
করিমের ফার্মে পাইয়া লাউ
     অর্ধেক নিয়ে আয়।


মোবাইল চুরি করতে গিয়ে-
     আয়শায় ঘরে উঠে,
মোবাইল পাইয়া সীম রাখিয়া
     সে  তড়িৎ করে ফুটে।