চৈত্রিরের শীত
     এম,এ,সালাম
           ৩১-০৩-২০


চৈত্রিরের শীত
     মনের মাঝে ভীত,
          করোনারই গীত।


কম্বল  ড্রয়ারে
     শীতে এসে ধরে,
         কেমনে পাব তারে।


পাতলা খ্যাতা হলে
         হায়!মোটামুটি চলে,
                   বউ কানে বলে।


বালিশের নিচে খ্যাতা
          মিথ্যে নয়'রে কথা,
               হাত দেওনা তথা।


খ্যাতা টেনে দিলাম
     একটু শান্তি পেলাম,
          পূনঃ ঘুমিয়ে গেলাম।


শীতে দিল  সাজা
       পাতলা খ্যাতা মজা,
          ফজরের সালাত কাযা।


মাফলা কানে পেচাই
       কানের শীত বাচাই,
            কেহ করে শীত যাচাই।


ঠান্ডা বেড়ে গেলে
     করোনা আসে চলে,
              স্বাস্থ্য বিধি বলে।