ছোট্ট খোকা
    এম, এ,সালাম
         ০৮-০৩-২০


ছোট্ট খোকা শেখ মুজিবের-
     জন্ম ঊনিশশত বিশসালে,
সতেরই মার্চ জন্ম তাহার
      সারা  বিশ্ববাসী বলে।


গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায়-
    জন্ম, শেখ পরিবারে,
পিতামাতার ভালবাসার ডোরে
     তাকে আদর যত্নে বড় করে?
    
দুইভাই- চার বোনের মধ্যে-
    শেখ মুজিব তৃতীয় নম্বরে,
বাঙালীরা মুজিবের আদর্শকে
    কেহ ভুলিতে নাহি পারে।


কিশোর খোকা ছোট হতেই-
   খুবই জন-দরদি ছিলেন,
তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
   সবাকে সমান চোখে দেখেন।


গাঁয়ের গিমাডাঙ্গা প্রাইমারিতে-
    খোকার লেখাপড়া শুরু,
পিতাই ছিলেন  হাতে খড়ির
     তখন প্রথম শিক্ষা গুরু।


খোকা স্কুলের পথে বৃষ্টির দিনে-
     নিজের ব্যবহৃত ছাতা,
গরিব বন্ধুকে দান করে দিয়ে
     হলেন মহান উদার দাতা।