চৌদ্দশত ঊনত্রিশ
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৫-০৪-২২
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
নববর্ষ তুমি এসেছো আবার বঙ্গবাসীর কাছে
তোমার আমেজে কত সাধু সাধ্বী জ্ঞানীগুণী
শিমুল তলায় নাচে।
তুমি তো এসেছো নতুন রুপে মেঘমালা হয়ে
ফাটা চিড়ে মাটিতে তুমি নাকি দিবে অঝোর
ধারায় বর্ষা বয়ে।
তুমি তো এসেছো ফিবছরের মত পান্তা ইলিশে
ইলিশ যারা ধরে নদীতে যাদের ভাগ্যে জুটে না
কভু ইলিশের মজা কিসে।
নববর্ষ এসেছে শিমুল তলায় ঢাক ঢোলের তালে
রেস্তোরাঁয় পান্তার সাথে পদ্মার ইলিশ খেয়ে হিশায়
পোড়া মরিচের ঝালে।
কেহ আবার পুঁথি পাঠে ব্যস্ত, শ্রোতাগন চারিপাশে
কেহ আসর পেতে তবলা বাজায় মাথাহাত নাড়ায়
বছর সুখে কাটার আসে।
কেহ আবার পান্তা ইলিশ খায় মাটির বাসন কিনে
কেহ রাস্তাঘাটে মোরে মোরে রঙ তুলিতে বর্ষবরণে
ছবি আঁকছে দিনে।
নববর্ষের মাতামাতি এবার লেগেছে সকল শিক্ষালয়
ছুটি পেয়ে এবার ঘরে নয়'রে করবে সবাই প্রতিষ্ঠানে
উৎসব পালনে ব্যস্তময়।
কত হাজারো লক্ষ মেলা বসবে বাংলা নববর্ষের জন্য
মেলায় মেলায় মেতে উঠবে হাট বসবে শিশু নারীরা
কিনবে কত নানা পন্য।
নববর্ষের অঙ্গীকার হোক বাঙ্গালী জাতির পিতার মত
স্বাধীন দেশে স্বাধীন ভাবে সকল সুযোগ সুবিধা পায়
বৈষম্যের কষাঘাত দূর হোক যত।