চুকলি
এম,এ,সালাম
০৩-০৪-১৮


নরাধম বলে নিন্দা করিলি-
    আদমি জাতের মেয়ের,
কি অপরাধ ছিল ওই রামার
   তুই যে  আসলেই শুয়োর।


তোর আত্মজা কেমন দেখায়-
    ভেবে দেখেছো কি তুই,
তোর মুখে কি সাধু বুলি সাজে
    প্রকাশিলি নরাধম বলে তুই।


মরদু দিয়ে হারি গেয়ে যাও-
    জহু কন্যার কি আসে যায়,
যে মুখে তুই চুকলি করিলি
     সেই বদনটি নষ্ট প্রায়।


শশধরকে খ্যাতা দিয়ে ঢাকিলি-
   হিমাংশুর কি বিরূপ পড়ে,
আপগার কিনারে হাত দিয়ে তরঙ্গকে
    যদি সর্বশক্তি দিয়ে ধাক্কা মারে।


গোলাপ তার সৌন্দর্য ও সুঘ্রান-
    আপনা আপনি বিলিয়ে যায়,
নাসারন্ধ্রের কাছে রুমাল চাপিলে
    গোলাপের ঘ্রানের কি আসে যায়।


বিশুদ্ধ কনক দহন করিলে-
    নষ্ট,ভঙ্গুর হয়ে যায় না,
বিধাতার কাছে আমার কৃতি
   রক্ষিত হবে স্বচ্ছ আয়নায়।