আজকাল সত্য ঢাকতে মিথ্যা বলে-
    লক্ষ করুণ, এই ধরণীর নীতি,
গরীব দুঃখির  কষ্ট দেখে মানুষ
   সময় মত দেয় না কভু প্রীতি।


হায়রে দেশের মানুষ দেশের তরে-
    অহেতুক ঘটায় অন্যায় কর্ম,
স্বার্থ চরিতার্থের টানে মুছে তাঁরা
    প্রকৃত সত্যি কারের ধর্ম।


ছোট্ট সোনা বাবু, সূর্যের  কণা-
    মানুষ হয়ে বড় যেদিন হবে,
সেদিন সত্য ন্যায়ের লড়াই করে
    রক্ত দিয়ে রাজ পথেই রবে।


ছোট্ট বাবু  বিদ্যা শেখে মানুষ হবে-
     কঠিন শপথ নিবে মনে মনে,
তাদের ধনী-গরিব নাই ভেদাভেদ
    আত্মীয়তার বন্ধন সবার সনে।


ভাল মানুষ হলে মানবে সবাই-
   হতে হবে কর্মের গুণে ভালো,
বাবুর  মনে ওই স্রষ্টা যেনো
   বিলিয়ে দেয় সত্যের আলো।


ইচ্ছে বাবুর,সুশিক্ষায়  মানুষ হব-
    জ্বালাব দেশ-বিদেশে  আলো,
সেদিন জ্ঞানের মশাল ছড়িয়ে দিব
    জ্ঞানে থাকবে না কেউ কালো।