দাদা দাদা
এম,এ,সালাম
   ০৫-০৫-১৮


বিপদে পড়িলে দাদা, দাদা-
   বিপদ কাটিলে হারামজাদা,
উদ্ধারকারী হয় আস্ত গাঁধা
    ভাব দেখায় জ্ঞানে সিঁধে।


দাদা ছাড়া তুই বুঝ না কিছু-
    কাটিলে বিপদ খুজ না কিছু,
দাদার বিপদ দেখিলে কিছু
     দাদা হতে যাও যে পিছু।


সামনে দাদার গুনগান কর-
     সুযোগ পেলে চুকলি কর,
দাদার সামনে দর্শীলে তুই-
     মাথাটি আবার নত কর।


তোর মানুষত্ব জ্ঞান যদি থাকে-
    সতত থাক দাদার কাছে,
দাদা ছাড়া আপন কেবা
    বিপদে দাদা ছাড়া কাকে পাবা।