এক সময়ের সেরা মাধ্যমটি-
     আজ তথ্যপ্রযুক্তির যুগে,
পড়ে আছে রাস্তার পাশে অফিসের কাছে,
    অবহেলা,অবজ্ঞা,অযত্নে।
ডাকবাক্স বোবা হয়েছে বোকা সেজেছে-
    তথ্য প্রযুক্তির ফলে,
সেই বাহনটি আজ কেন?
    খাবার না পেয়ে মনের কষ্টে মরে ও
এমন কি বিরামহীন গুমরে গুমরে কাঁদে।
এমন একদিন ছিল ডাকবাক্স ছাড়া-
    যোগাযোগের কোন মাধ্যম ছিলনা,
আজ কেন ওরে ভুলে গেছে?
    আমার ক্ষুদ্র মনে ধরে না।
প্রবাসে যারা থাকিত তারা-
    তোকে দিয়েই আপনজনের খবর নিত,
তোকে ছাড়া বিরহের কান্না,
     কিভাবে ওরা প্রকাশ করিত।
প্রেমিক প্রেমিকার সংযোগ ছিল-
     ওই লোহার ডাকবাক্সটি,
লেখা পড়ার খরচ পাঠিয়ে দিত,
      সাথে দিত মায়ের চিঠি।
পড়িতাম আমি ঝালকাঠিতে-
     যোগাযোগ ছিল ডাকে,
মায়ের চিঠি আটকে পড়েছিল,
     এই ডাকবাক্সের ফাকে।
বরগুনার হেড অফিসে গিয়েছিলাম-
    আমার মায়ের চিঠি কোথায়?
তালাশ করে সন্ধান পেলাম,
    ডাকবাক্সের তলায়।
আজ কেন সেই ডাকবাক্সটি-
     আমরা ভুলে গেছি,
বাক্সের সাথে এ প্রজন্ম,
     পুরোটাই হয়েছি অপরিচিতি।
আহা! এমন কেন কালের গতি-
     আমরা যতই ভুলে যাই তোকে,
ইতিহাস কিন্তু তোরে ভুলে না,
     এখন হয়তঃ তোর লাগিয়া,
কোন বিরাহ বধুর মন কাঁদে না,
      আগের মত ধুকে-ধুকে।