দুধের মাছি
    এম এ সালাম
          ০৪-১১-১৯


সময় যখন ভাল গিয়েছে-
    দেখেছি কত বন্ধু?
কষ্টে আমার জীবন চলে
    দেখা নাই কেন গেন্ধু।


আমি এখন আগের মত-
    বিলাতে পারিনা কিছু,
তাই তো তোদের দেখা নেই
    আমার পিছু পিছু।


যখন ছিলো খাদিম দিলি-
    দোস্ত বাড়ির মত,
এখন আমার যৌবন নেই
    তাই দেখা পাই না তত।


ছিটাতে পারলে খাবার দানা-
   দেখেছি মাছির অভাব নেই,
এখন আমার কষ্টে দিনাতিপাত
     তাই,কাহারো দেখা নাই।
    
বিলিয়ে দিয়েছে সবই আমার-
     আপন জনের তরে,
শূন্য হস্তে বসেই কাটাইতেছি
      কাহারো নেই অন্তরে।