বাবু আমি শোধরিয়ে দিব-
    ঋণের বোঝা খানি,
সেই কারনে পরিশ্রমের বোঝা,
     বড় হয়েছে জানি।
আপনার ঋণ শোধরাতে যদি-
     ভিটাবাড়ী বিক্রি করা লাগে,
তবুও আমি আপনার দেনা,
     শোধরাবো সবার আগে।
অভাবের সময় চাল দিয়েছিলে-
    টাকা দিয়েছিলে হাজার দুই,
সেই চালেই জীবন বাঁচিয়েছে,
     স্ত্রী-সন্তান আর মুই।
রাত্রে আমার ঘুম আসে না-
     বাবু আপনার দেনার চিন্তায়,
কি করে দূর করিব দেনা,
     থাকি শুধু এই ভাবনায়।
মৌসুমের সময় শোধিব দেনা-
     নচেৎ দলিল দিব জমির,
কোন কথা শুনতে চাই না,
     চাই শুধু ভিটাবাড়ী আমার।
গত বছর অভাবের সময়-
     টাকা দিয়া গুছাইছি মোর অভাব,
কথার খেলাপ করিতে পারি না,
     এটাই যে মোর স্বভাব।
বাবু আসিয়া ঘোষনা দিয়েছে-
     দেনা পরিশোধের সময়,
তারিখ মত শোধিতে হবে,
    নচেৎ জমি ক্রোক করিব তোমার।
তারিখ মত আসিলেন বাবু-
     পাওনা নিবার তরে,
আপনার কাছে মিনতী করি,
     আর একটি বার সুযোগ দিবেন মোরে।