ডেঙ্গুর ভয়ে
    এম এ সালাম
        ১০-০৮-১৯


ডেঙ্গুর ভয়ে দিশেহারা-
    আজ শহর গাঁয়ের মানুষ,
কিছু কিছু বড় মাথায় আবার
     গুজব বলে করছে ফানুস।


ডেঙ্গুতে আজ আক্রান্ত হয়ে-
     মরছে আবাল-বৃদ্ধ-বনিতা,
সবার মনে বিরাজ করছে
     কখন কি জানি ঘটে তা।


হাসপাতালে ছটফট করছে-
     কতজন করছে বাড়িতে,
সবার মনে একটাই আতঙ্ক
    ডেঙ্গুতে পাইছে জানিতে।


কেহ কাঁদে স্বামীর জন্য-
     আবার কেহ সন্তানের জন্য,
কেহ আবার মুক্তির জন্য
    উপয় খুজছে হয়ে হন্য।


ডেঙ্গুর ভয়ে ছুটি বাতিল-
    করছে দেশের সরকার,
আজ পরিস্কার পরিছন্নতায়
     ময়লার স্থাপনা  ছারখার।


কেহ আবার ডেঙ্গুর ভয়ে-
    শহর ছেড়ে আসছে বাড়িতে,
ডেঙ্গু আতঙ্ক ডুকছে আজি
     সকল মহলের নাড়ীতে।


ডেঙ্গুর ভয়ে কোরবানী আজ-
     কেহর লন্ড ভন্ড প্রায়,
কেহ আবার বাড়ি ঘরের
      এডিস লেডিস মশা তাড়ায়।