দেশের পথশিশু (১৮১৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৬-২০২২
====================
অভাবের তাড়নায় পথশিশু
করতে গেলে কাম,
কেউ দেয় না খাবার ভরসা
কেউ দেয় না  দাম।


সুযোগ পেলে  দেয় খেদিয়ে
কেহ বানায় চোর,
কেহ আপন ভেবে,নেশা ধরায়
কেহ বানায় খোর।


ঘুরছে পথে বাপ মা ছাড়া
খাবার পেলে খায়,
ছেঁড়া নোংরা জামাকাপড়
হাঁটছে খালি পায়।


সমস্ত দিন ঘুরে বেড়ায়
পথেই কাটে রাত,
কুকুরে লড়ায় পুলিশ তাড়ায়
কোথায় হবে কাত?


ভাগ্য খারাপ কপাল ফাঁটা
আর কী আছে ভয়?
পথের শিশু পথেই বাড়ছে
বাস্তবে তা হয়।