ধান টোকানির গল্প
  এম,এ,সালাম
   ১৩-০১-২১


ধান টোকানি দেখেছি আমি ত্রিশ বছর আগে
সেই স্মৃতি আজ কেন মোর মনের মাঝে জাগে।
গরীব দুঃখী কতো যে মানুষ ছিলো তখন গাঁয়,
আলুভাত আর আডার সিন্নি খাইতো সবে হায়।
গরিবদের ছেলে মেয়েরা ধান টোকাতে  যেতো
সেই ধান দিয়ে চাল বানিয়ে ভাত রাধিয়া খেত।
ফাগুন  মাসে কলাই তোলা শুরু  হতো দেশে,
সকাল হলে সবাই মিলে কলাই তুলতো এসে।
একটা কলাইর ছড়ি পেলে মনটা যেতো ভরে,
সেই আশায় সারাদিন খুঁজতো কলাই বারে বারে।
ধানের সময়  উন্দুর মাটি দেখতো যদি ক্ষেতে
ধানের গর্ত খুঁজার জন্য থাকতো আড়ি পেতে।
উন্দুর  মাটির একটা গর্ত পেতো  যদি কেউ,
মনের মাঝে  তখন তার উঠতো খুশির ঢেউ।
খুন্তি  দিয়ে  গর্ত করে পেতো যদি ধানের ছড়ি,
অনেক অনেক ছড়ি পেয়ে মনটা যেত ভরি।
দেশে এখন অভাব নেই  ছিলো অনেক আগে,
ধান টোকানির  কথা এখন স্বপ্নের মতো লাগে।
যারা তখন ধান টোকাতো মানষের ক্ষেতে ক্ষেতে
তাদের এখন মালিক ভাব ভাত খায় দুধে ভাতে।
খ্যারের চালের ঘর নেই তাদের আছে টিনের ঘর
সেই  সময়ের  মালিকদেরকে ভাবে এখন পর।
গোয়াল ভরা গরু আছে,আছে পুকুর ভরা মাছ
মাটিকেটে আর ধান টোকাইয়া কিনছে কেহ বাস।
                (সংক্ষিপ্ত)