দ্বিচারিণী
    এম এ সালাম
        ২৯-০-১৯


স্বামী থাকে প্রবাশে-
    নারী থাকে বাড়ি,
বউ নিয়ে কতজনে
     করে কাড়াকাড়ি।


মোবাইল থাকে কানে-
    কেউ না যেন জানে,
লুকিয়ে সে প্রেমাসক্ত
     গোপনে গোপনে।


দিনে করে দেখা শুনা-
   রাত্রে আনাগোনা,
ফাকে ফাকে প্রেম নিবেদন
    করে কয়েকজনা।


অক্ষির সামনে ঘটে-
    পরকিয়া সত্য বটে,
কিছু একটা ঘটে বিধায়
   এলাকায় তাহা রটে।


সবাই কানাফুসা করে-
    শরমে ধরেনা বউডারে,
গাঁয়ের লোকে কিছু বললে
    দমক দেয় যে তার


যখন স্বামী আসবে বাড়ি-
     শুনে করবে আড়ি,
সুযোগ পেলে ওই বেটারে
      দিবে ঝাঁটার বারি।