দ্বিধা দ্বন্ধে জীবন
      এম,এ,সালাম
        ০৪-১১-২০


আমার অস্তিত্ব কোথায় ছিল?
      এখন আছি কোথায়?
দ্বিধা দ্বন্ধে দিনাতিপাত করছি
      আবার যাব কোথায়?


সৃষ্টি করেই পাঠিয়েছেন কেন?
       নশ্বর এই জগতে,
যেখানে আমার জীবনাতিপাত
        সবই কিন্তু মিছে।


ভুলের ভেলায় চড়ে এসেছি
     সঠিক গন্তব্য না চিনিয়া,
চিনিতাম যদি দেশটি ভেজাল
   একটু আসিতাম জানিয়া।


ভুলে ভুলেই সব হারাইলাম
   কুলের দেখা পাব কখন?
পূন্যে ভুমে আমার অস্তিতের
   হইবে যখন সুখের মরণ।


শিকর গাড়িলা অস্তিত্বের জন্য
     নিস্কৃতি পাবার লাগি,
সুখের নাগাল পাইবার আগেই
     তোমায় যাইবে ভাগী।


উদ্দেশ্য হতে সরিয়ে গিয়ে
      ভুলের পথে পা বাড়াচ্ছ!
নকল দেশের মায়ায় পড়ে
     হায়!সব কিছু হারাচ্ছ।


সন্দেহ যে সন্দেহই রয়েছে
     ভুলের মায়ায় পড়িয়া,
আখি বন্ধে সব কিছু মোর
     আমায় যাইবে ছাড়িয়া।


পাইবো কিনা তোমার দেখা
     আমার সন্দেহ এখানে,
নাহি যদি পাই গো দেখা
     আমায় নিও না সেখানে।