দিন ফুড়িয়ে যাবে
   এম,এ,সালাম
  ০৭-১০-২১
=================
এই ঝলমল রঙিন আলো
      দিন ফুরিয়ে যাবে,
সকালের রবি সাঁঝের বেলা
       বিদায় বার্তা দেবে।


বহিছেক সুন্দর মধুর বাতাস
    চড়বে মাঠে ধেনু,
ফুটবে  ফুল ওই ফুল বাগানে
     বাজবে পথে বেনু।


জগৎ মাঝের কোন কাজে
    পড়বে নাকো ছেদ,
আমার বিহীন সবই শূন্য
   ঘটবে চির বিচ্ছেদ।


গগন মাঝে উষার আলোয়
     পাখিরা গান গাবে,
আমার চিহ্ন হারিয়ে যাবে
    দিন ফুড়িয়ে যাবে।


নীল আকাশে তারার মেলা
    জ্বলবে মিটিমিটি,
সবুজ ঘাসে আঁচল বিছিয়ে
   সাজবে পরিপাটি।
  
ধরায় ফুলে ফলে কত ঋতু
     নব সাঝে আঙিনা,
জীবন প্রদীপ নিভে যাবে
   মিটবে সব লেনাদেনা।