ধীন্দ্রিয় আজ বড় বড্ড খারাপ-
    তালেবর তোমার কর্ম দেখে,
প্রজন্মরা আজ তোমার থেকে
    খারাপ কিছু দেখে শেখে।


লোকে বলেছিল তুমি হবে নমুনা-
     হলে তুমি লোভের যমুনা,
তোমার কর্মের গুন এখন কমুনা
     সামলিয়ে নেও সোনা।


জন সমাজ ছিল কত ভক্ত-
     তুমি দেশ সেবায় ব্রত হবে,
কেন যে আজ তারা হল ক্ষিপ্ত,
      নিজের সেবায় থাক ব্যস্ত।


তুমি আশার বাসা ভেঙ্গে দিলে-
     খান খান করিলে মন,
তোমার কর্মে আজ ক্ষিপ্ত কেন?
     এলাকার সাধারন জনগন।


কথা তো ছিল তুমি সেবা দিবে -
    তুনি না দিয়েই সেবা নিলে,
সহজ সরল অভোলা সমাজকে
    কেন ই বা তুমি ধোকা দিলে?


আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো-
    আমি এক মহা খাদক,
সময় হলে একদিন এই লোকজন
  তোমায় নিয়ে বাজাবে কত বাদক।