দিশেহারা(১০০০তম প্রয়াস)
    এম,এ,সালাম
     ২৭-০৩-২০


আতঙ্কে গাঁয়ের মানুষ হইছে দিশেহারা
শহর থেকে গাঁয়ে আসায় বাড়ছে তাড়াহুরা।
করোনাতে ছুঁইতে আছে একের পরে এক
দিক বিদিক হারাইতেছে একটু চেয়ে দেখ।
দিশেহারা আর টানাপোড়নে দিবা নিশি কাটে
সবার করোনার চিন্তায় ঘুম আসে না মোটে।
মনের মাঝে বিরাজ করছে ছোঁয় করোনায়
সেই চিন্তায় সকল শ্রেনীর প্রাণ ওষ্ঠাগত প্রায়।
সকলের উপর নজরদারি সবার বেড়ে গেছে
সেনাবাহিনী জনগনের সেবায় নিয়োজিত আছে।
দুয়ের বেশী দেখলে মানুষ পুলিশ হানা দেয়
করোনার জন্য পুলিশ সচেতনতার হাত বাড়ায়।
শহুরে লোক গাঁয়ে আসলে সন্দেহ যে বাড়ে
গাঁয়ের লোকের কষ্টরাশি নিঃশ্বাসে ছাড়ে।
স্বাস্থ্যবিধি নিয়ম কানুন সবাই মেনে চলি
ঘরের মধ্যে অবস্থান করে করোনার কথা বলি।
নিজের ইচ্ছে কোয়ারেন্টাইনে থাকি চৌদ্দদিন
অনেকের মন মানসিকতা আছে নিচুহীন।
পয়পরিষ্কার থাকি সতত, স্বাস্থ্যবিধি মানি
আতঙ্কে দিন কাটবেনা এই কথাটি জানি।