সাপে যাহারে ধংসিয়েছে কভু-
    সে বুঝিবে বিষের জ্বালা,
আম জনতা বুঝবে কি আজি?
     পুড়ে মরার কি জ্বালা?


নুসরাতের শরীর যখন দগ্ধ হচ্ছে-
    কেমন করেছিল বেছারি,
চিন্তা করিলে, কষ্টের জ্বালায়
   চোঁখ হতে গড়িয়ে পড়িবে পানি।
    
যাহারা ওর গায়ে জ্বালিয়ে দিলি-
    ক্রসিনের লেলিহান  শিখাটি,
তাদেরও কি মা বোন নেই
   তোরা কি মায়ের পেটে জন্মিলি?


যখন ওর শরীরে জ্বলতেছিল-
    আগুনের লেলিহান শিখা,
কেমন করেছিল নুসরাত জাহান
    চেয়েছিল প্রান ভিক্ষা।


চর্ম জ্বলিল ,মাংস পুড়িল-
   দহিল কলিজায় আগুন,
দহনের জ্বালায় ছটফট করিল
   যেমন তেলে বেগুন আগুন।


মা মা বলে চিৎকার করিল-
    মায়ের পেটের মেয়ে,
চতুর্দিক হতে লেলিহান আগুন
    শরীরে আসছে ধেয়ে।


ওর দহনের যন্ত্রনায় আমাকে পুড়ে-
     পোড়ে সচেতন সবাকে,
ওর রক্তে ছিল প্রতিশোধের আগুন
   অবশেষে পোড়া লাসের গন্ধ হলে।