শীতের শেষে  ঝড়ে পড়ে-
      গাছ-গাছালির পাতা,
পাতা কুড়াইবারে মালিক পক্ষেরা
     তথায় দ্বন্ধ লাগে যথা।


এই বাড়ীর লাউয়ের মাচার-
    ডগা পড়ে পাশের বাড়ী,
রোদের আলো পড়া নিয়ে
     করে বাড়ী বাড়ী আঁড়ি।


প্রথমত,ঝগড়া মুখে মুখে-
  পড়ে গড়ায় লাঠা-লাঠি,
রাগের বশত মাথার উপর
   ভাঙ্গে গাব-বাঁশের লাঠি।


মামলা হয় থানায় কোর্টে-
   ধারা তেইশ-চব্বিশ,
বুদ্ধি  দাতায় বুদ্ধি দিয়ে
     বাড়িয়ে করে ছাব্বিশ।


উকিল ধরে মামলা চালায়-
    বাদী বিবাদীর স্বার্থে টানাটানি,
উভয় পক্ষের উকিল বলে
   ওয়ারেন্ট হয়না জানাজানি।


যার যার মহরা তার বচের কথা-
   পক্ষদ্বয়কে বলে কানে কানে,
বচে,মধ্য হতে নিজের স্বার্থ
    আস্তে মনের মত টানে।


মামলায় মামলায় সবকিছু-
     যখন হয় প্রায় শেষ,
শালিশ ব্যবস্থার মাধ্যম নিয়ে
    পক্ষ মিমাংশা হয় বেশ।