ধর্ষন যদি হয় পুতুলের খেলা-
     জ্যান্ত মানুষের দ্বারা,
ওদের মানুষ বলব কি করে?
     নরপশু যে ওরা।
এগার বছরেরএকটি মেয়েশিশু
     জন্মদেয় একটি শিশু,
ফুসলিয়ে যে এ কাজ করেছে
     ওযে চতুষ্পদ পশু।
কাম চরিতার্থ করেছো তুই-
    মাটির পুতুলের সাথে,
তোর মনে কি মানবতা নেই
    তুই করলি কোন মতে।
তোর ও যে মেয়ে মা আছে-
     একটু মনে করিয়া দেখ,
তোর মেয়েকে  করিলে কাজ
     কেমন লাগিত আজ।
পশুসম হয়ে বাস করিলি-
    ধরায় ঘৃনার পাত্র হয়ে,
তোরে দেখিয়া থুথু ফেলাবে
    সচেতন লোক সবে।
চিন্তা করে দেখেছেন কি?
   বেজন্মা শিশুর মাকে নিয়ে,
কোন দরদী ভালবেসে ওরে
     আপন করে নিবে।
বেজন্মা শিশুটি কি সারাজীবন-
     বেজন্মা হয়ে থাকিবে,
পিতৃপরিচয় কাকে দিবে ও
     পিতা বলে ডাকিবে।
তাহলে ওর কি সারা জীবন?
     পিতৃহীনতায় বাস,
দুঃখ কষ্ট নিয়ে জীবনাতিপাত
      এ জগতেরই মাঝ।