ধৈর্যের ফল মধুর (১৮৬৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৮-২০২২
______________________
পরিবারের ঝৈ ঝামেলা সব
অক্কা পাওয়ার পরে,
বিড়াল ছানারে এই সুযোগে
তেড়ে আসবি  ঘরে।


মনের মত সব উত্তম মধ্যম
দিব যে মনেরই হাতে,
সেই কথাটা মনে আসিলে
কেঁদে ফিরি দিনেরাতে।


চোখের জল মুছে যায় না
যতই ভুলতে চাই,
গ্রামে গন্যমান্য আছে যারা
ফয়সালা দেয় নাই।


নিজেকে আজ ছোট ভেবে
ঘুরি যে দ্বারে দ্বারে,
অর্থ ছাড়া যে চাকা চলে না
বুঝেছি অনেক পরে।


নালিশ করলাম অতি বিনয়ে
গাঁয়ের মুরব্বির কাছে,
মুরব্বিরা কয় ধৈর্য্য ধর না
যদি চাও প্রাণে বাঁচে।


চুপ হয়ে যে  বসে রইলাম
সবুরে মেওয়া ফলে,
দিনের দিন তো চলে যাচ্ছে
কোন না কোন চলে।


হঠাৎ করেই প্রচার হলো যে
ডাইনে চাকা ঘুরছে,
দুষিত বাতাস সব ধুয়েমুছে
উপর দিকেই উঠছে।


মনের সুখে আজ হাসিতেছি
গরমের ফল বহুদূর,
মুরব্বিরা  কয় যতই বলো না
ধৈর্যের ফল যে মধুর।